Advertisement

Siliguri School Student Suicide: শিলিগুড়িতে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী নামী স্কুলের ছাত্রী, মিলল 'সুইসাইড নোট'

Siliguri School Student Suicide: পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরলার বাবা-মা দুজনেই বিএসএফ-এ চাকরি করেন। কদমতলার বিএসএফ আবাসনের বাসিন্দা সরলা কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

শিলিগুড়িতে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী নামী স্কুলের ছাত্রী, মিলল 'সুইসাইড নোট'শিলিগুড়িতে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী নামী স্কুলের ছাত্রী, মিলল 'সুইসাইড নোট'
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 5:53 PM IST

Siliguri School Student Suicide: শিলিগুড়ির কদমতলায় বহুতল আবাসনের অষ্টম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী। মৃতার নাম সরলা ঠকচন (১৪)। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশের প্রাথমিক অনুমান, পড়াশোনার চাপ বা পরীক্ষার ফলাফল নিয়ে মানসিক চাপ থেকেই এমন চরম সিদ্ধান্ত নিতে পারে ওই ছাত্রী। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে প্রশাসন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালের মর্গে। ঘটনার তদন্ত করছে মাটিগাড়া থানার পুলিশ।

ঘটনাস্থল থেকে চারটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। একটিতে লেখা ছিল, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি সকলের প্রত্যাশা পূরণ করতে পারলাম না।" প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেন, “ও খুব শান্ত ও ভদ্র মেয়ে ছিল। কল্পনাও করতে পারছি না এমন কিছু করতে পারে।”

আরও পড়ুন

এদিন সকালে সে স্কুল না গিয়ে, স্কুল ড্রেস পরে একাই পৌঁছে যায় কদমতলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন একটি বহুতল ভবনে। সিসিটিভি ফুটেজেও সেই দৃশ্য ধরা পড়েছে। এরপর ওই আবাসনের ছাদে উঠে ঝাঁপ দেয় বলে অনুমান। বিকট শব্দ শুনে ছুটে আসেন আবাসনের বাসিন্দারা।তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় সরলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি।

 

Read more!
Advertisement
Advertisement