Advertisement

Shootout At Islampur: জমি বিবাদ ঘিরে উত্তেজনা ইসলামপুরে, শ্যুটআউটে জখম ২

Shootout At Islampur: জমি বিবাদের জেরে গুলি চলল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। শুক্রবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের হুলুগছ এলাকায়। সংঘর্ষের সময় ছররা বন্দুক থেকে গুলি চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Aajtak Bangla
  • ইসলামপুর,
  • 29 Dec 2023,
  • अपडेटेड 4:30 PM IST

Shootout At Islampur: জমি বিবাদকে কেন্দ্র উত্তর দিনাজপুরের ইসলামপুরে শ্যুটআউট। দু'পক্ষের বিবাদে গুলি চালানোর অভিযোগ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি আহত ১। ঘটনাস্থল থেকে উদ্ধার ৩টি তাজা বোমা। ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।  

জমি বিবাদের জেরে গুলি চলল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। শুক্রবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের হুলুগছ এলাকায়। সংঘর্ষের সময় ছররা বন্দুক থেকে গুলি চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। যাতে বিদ্ধ হন স্থানীয় মহম্মদ কামাল নামে এক ব্যক্তি। ঘটনায় আরও একজন জখম হয়েছেন বলে খবর। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জমি বিবাদের পিছনে তৃণমূলেরই দুটি গোষ্ঠী রয়েছে। এদিন সকালে মহম্মদ হোসেনের সঙ্গে মইনুদ্দিনের বিবাদ বাধে। এরপরই পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। বচসার মাঝে কেউ একজন গুলি চালিয়ে দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ। এরপর এলাকার দখল নেয় বাহিনী।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকা থেকে তিনটি তাজা বোমাও উদ্ধার হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ইসলামপুর তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কী হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

ইসলামপুর, ডালখোলা, চোপড়ায় মাঝে মধ্যেই এই ধরণের ঘটনা সামনে আসে। ১৫ অগাস্টের সময় দুপক্ষের মধ্য়ে বিবাদে গুলি চলে। তাতে জখমও হন কয়েকজন। সেখানেও ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীকোন্দল রয়েছে বলে খবর মেলে। এছাড়া তৃণমূলের একাধিক গোষ্ঠীর মধ্যে পঞ্চায়েত নির্বাচন ও তার পরবর্তী কয়েকদিন টানা গোলমাল ও সংঘর্ষ চলে। বোর্ড গঠনের সময়ও গোটা উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় বিশেষ করে ইসলামপুর, ডালখোলা ও চোপড়ায় গোষ্ঠী সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। গুলি-বোমা চলে মুহূর্মূহু। এই এলাকা বিশেষ মাথাব্যথার কারণ পুলিশ-প্রশাসন ও তৃণমূলের কাছেও।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement