Advertisement

Malda Shootout: ফের গুলি চলল মালদায়, দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে খুনের চেষ্টা

Malda Shootout: স্থানীয়রা জানিয়েছেন, হেলমেট পরে দুষ্কৃতীরা দুটি বাইকে চেপে এসেছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

 ফের গুলি চলল মালদায়, দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে খুনের চেষ্টা ফের গুলি চলল মালদায়, দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে খুনের চেষ্টা
Aajtak Bangla
  • মালদা,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 12:08 AM IST

Malda Shootout: দুদিন আগেই কোচবিহারে তৃণমূল যুব নেতাকে গুলি করে হত্যা করা হয় কোচবিহারে। সেই ঘটনায় ধরপাকড় চলছে। তার মধ্য়েই এবার গুলি চলল মালদায়। তাতে গুলিবিদ্ধ হল এক দ্বাদশ শ্রেণির পড়ুয়া। যদিও মালদায় এমন ঘটনা নতুন নয়। কয়েক মাস আগে মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে গুলি করে খুন করা হয়। তারপরও কয়েকটি ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায়। এবারের ঘটনায় অবশ্য় কেন তাকে গুলি করা হল তা বুঝতে পারছেন না পরিবারের লোকজনও।

বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ (Malda Shootout) দ্বাদশ শ্রেণির পড়ুয়া। গুরুতর জখম ওই পড়ুয়াকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার অন্তর্গত পঞ্চানন্দপুরের লাহারদিটোলা এলাকায়। গুলিবিদ্ধ পড়ুয়ার নাম আবদুল শাহিদ (১৯)। বাড়ি ওই এলাকাতেই।

আবদুল বাঙ্গীটোলা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। আবদুলের দাদা আদির জালানি বলেন,‘সন্ধের সময় ভাই বাড়ি থেকে বেরোয়। সেই সময় আমরা বাড়িতেই ছিলাম। ঘণ্টা খানেক বাদে স্থানীয় লোকজন ফোন করে জানান, ভাইকে গুলি মারা হয়েছে। আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করি।

আরও পড়ুন

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আব্দুলের ভাইয়ের বুকে গুলি লেগেছে। কে বা কারা ভাইকে গুলি মেরেছে তা জানা নেই। ঘটনাস্থলে একটি মোটরবাইকও পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই মোটরবাইক নিজেদের হেপাজতে নিয়েছে।’পুলিশ তদন্ত শুরু হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement