Advertisement

Shootout At Malda: মালদায় ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তৃণমূল নেতা

রবিবার রাতের দিকে এক তৃণমূল কর্মী আতিকুল মোমিন গুলিবিদ্ধ হন। পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন, তখন মোটরবাইক আরোহী কিছু দুষ্কৃতী তাঁর পিছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

মালদায় ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তৃণমূল নেতামালদায় ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তৃণমূল নেতা
Aajtak Bangla
  • মালদা,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 7:14 PM IST

মালদায় ফের গুলি চলল। আবারও লক্ষ্য এক তৃণমূল নেতা। ইংরেজবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায় রবিবার রাতের দিকে এক তৃণমূল কর্মী আতিকুল মোমিন গুলিবিদ্ধ হন। পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন, তখন মোটরবাইক আরোহী কিছু দুষ্কৃতী তাঁর পিছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন আতিকুল। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।

পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয়, এবং কারা গুলি চালালো ও উদ্দেশ্য কি ছিল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ বলছেন, শৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি টহল দিচ্ছেন, হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে রাজনৈতিক ও পারিবারিক বিরোধের দিকেও খতিয়ে দেখা হচ্ছে। 

আতিকুল দাবি করেছেন, ১০ জুলাই ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে গুলি করে এবং হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়। সেই সময়ে গ্রেপ্তার করা হয় দলেরই কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখকে। তার মতে, খুনের ঘটনা‑তে যা হয়, তিনি মূল সাক্ষী ছিলেন, তাই তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তৃণমূলের স্থানীয় নেতারা বলছেন, পারিবারিক বিবাদ থেকেই এই হামলা।

আরও পড়ুন

এটি মালদার এমন একাধিক শ্যুটআউট ঘটনার মধ্যে সাম্প্রতিকতম। কয়েকদিন আগে কালিয়াচকের মোজমপুর এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য একটি ঘটনায় কালি বাজার‑কিছু এলাকায় দুষ্কৃতীরা রাস্তার ধারে গুলি ছোড়ে; একজন আহত হয়। এ ধরনের খুন‑গোলমাল ও হিংসাত্মক ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Read more!
Advertisement
Advertisement