
Jagadhatri Puja 2023 Siliguri: গোটা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়িরও মন খারাপ। কারণ প্রথাগত উৎসবের দিন শেষ। গণেশপুজো থেকে যে মরশুমের শুরু হয়েছিল, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো হয়ে বুধবার ভাইফোঁটাতে তা মোটামুটি পরিসমাপ্তি ঘটেছে। তবে ওই যে বলে বাঙালির বারো মাসের তেরো পার্বণ। একদিকে যখন কার্তিক পুজোর প্রস্তুতি চলছে কোথাও কোথাও, তখন রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে শিলিগুড়িতেও শুরু হয়েছে আরও এক বড় পুজোর প্রস্তুতি। শিলিগুড়ির আলিঙ্গন উত্তরবঙ্গের সম্ভবত অন্য়তম বড় জগদ্ধাত্রী পুজো। শুক্রবার ১৭ নভেম্বর ওই পুজোর উদ্বোধনও হবে।
কৃষ্ণনগরের মতো ১ দিনের নয়, চন্দননগরের মতো ৪ দিনেরও নয়। শিলিগুড়ির আলিঙ্গনের পুজো চলবে ৬ দিন ধরেই। শুক্রবার উদ্বোধন, এ বছর ৩০ শে অক্টোবর অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পুজো। ইতিমধ্যেই শিলিগুড়ি শহরের বিভিন্ন পূজো উদ্যোক্তারা জগদ্ধাত্রী পুজোরও মহা ধুমধামের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
শিলিগুড়ির বাণীমন্দিরের রেলওয়ে মাঠে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোর এ বছর ১৬ তম বর্ষ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ডিজনিল্যান্ড-থিমে মন্ডপ সজ্জা। এর আগে ২০২৩ সালে কলকাতার শ্রীভূমিতে দুর্গাপুজোয় ডিজনিল্যান্ড তৈরি করা হয়েছিল। যা অত্যন্ত জনপ্রিয় হয়। এবার আলিঙ্গন পুজো কমিটি তাকে টেক্কা দিতে চায়।যদিও মূল পুজো শুরু হবে ৩০ অক্টোবর থেকে, তবে ২৬ অক্টোবর থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্ডপ।
পুজো উপলক্ষে বসবে মেলা, সঙ্গে থাকছে সাত দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। আলিঙ্গনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হবে পুজো। সামাজিক উদ্যোগ ও থাকবে সমানভাবে, আর কয়েকটি বিশেষ চমকও অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। সম্পাদক তনুজ কুমার দে বলেন, “জগদ্ধাত্রী পুজো শুধু ভক্তির নয়, আনন্দ ও সমাজসেবার উৎসবও বটে।”
শিলিগুড়ি শহরের একমাত্র বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজো শিলিগুড়ি জংশন এলাকার আলিঙ্গন ক্লাবের এই পুজো। আর তেমন কোনও বড় পুজো না থাকায় শিলিগুড়ি তো বটেই উত্তরবঙ্গ ও আশপাশের বিহার, নেপাল থেকেও প্রতি বছর ঠাকুর দেখার জন্য দর্শনার্থীদের ঢল নামে। অন্যান্য বছরগুলির মত এবারও দর্শনার্থীদের চমক দিতে রীতিমত প্রস্তুত আলিঙ্গন ক্লাব।