Advertisement

পাহাড়ে খাদে পড়ে মৃত্যু শিলিগুড়ির BLO-র, দুর্ঘটনা নাকি আত্মহত্যা?

তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে দাবি করা হচ্ছে, এসআইআর (SIR-Special Intensive Revision) সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন ওই বিএলও। যদিও এই মুহূর্তে এমন কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে প্রশাসনিক সূত্রে খবর।

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 30 Jan 2026,
  • अपडेटेड 1:23 AM IST

শিলিগুড়িতে এক বুথ লেভেল অফিসার (BLO)-র অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম শ্রবণ কুমার কাহার। তিনি শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং একই সঙ্গে শিলিগুড়ি এলাকায় বিএলও হিসেবে দায়িত্ব পালন করতেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার পাহাড় এলাকায় গিয়েছিলেন শ্রবণ কুমার কাহার। সেখানেই কোনও ভাবে খাদে পড়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে দাবি করা হচ্ছে, এসআইআর (SIR-Special Intensive Revision) সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন ওই বিএলও। যদিও এই মুহূর্তে এমন কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন

ঘটনার খবর পেয়ে মৃতের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে যান তৃণমূল নেতৃত্ব। পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তাঁরা।

উল্লেখ্য, রাজ্য জুড়ে যখন এসআইআর প্রক্রিয়া চলছে, সেই সময়েই একাধিক জায়গা থেকে বিএলওদের মৃত্যুর খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রেই কাজের অসহনীয় চাপের জেরে বিএলওরা মানসিকভাবে ভেঙে পড়ছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় তুলেছে। অন্যদিকে বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে।প্রশাসনিক ব্যর্থতার জন্য প্রকৃত দায় তৃণমূল সরকারেরই।

 

Read more!
Advertisement
Advertisement