Advertisement

Loan Recovery Agent Missing: ঋণের কিস্তি তুলতে গিয়ে নিখোঁজ ফিনান্স সংস্থার আধিকারিক, বাইক উদ্ধার ঘিরে রহস্য

Loan Recovery Agent Missing: পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার বিকেল প্রায় ৪টে নাগাদ অসিতের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। কিন্তু সন্ধ্যা ৬টার পর থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়। এতে পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়।

রায়গঞ্জে পুজো দেখতে গিয়ে উধাও ইটাহারের তিন বান্ধবীরায়গঞ্জে পুজো দেখতে গিয়ে উধাও ইটাহারের তিন বান্ধবী
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 20 Dec 2025,
  • अपडेटेड 4:07 PM IST

Loan Recovery Agent Missing: শুক্রবার লোনের কিস্তি তুলতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন শিলিগুড়ির হায়দরপাড়ার বাসিন্দা ও একটি বেসরকারি ফিনান্স সংস্থার এক্সিকিউটিভ। নিখোঁজ আধিকারিকের নাম অসিত পাল। খড়িবাড়ি থানা এলাকার বিভিন্ন গ্রামে কিস্তির টাকা তুলতে গিয়েই তাঁর হদিশ মেলেনি বলে জানা গিয়েছে।

ফিনান্স সংস্থার ম্যানেজার মহম্মদ ইব্রাহিম জানিয়েছেন, শুক্রবার অসিত পাল বাতাসি, জায়গার জোত এবং হাওদাভিটা এলাকায় তিনজন গ্রাহকের কাছ থেকে লোনের কিস্তি আদায়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। হাওদাভিটা এলাকায় যাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার বিকেল প্রায় ৪টে নাগাদ অসিতের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। কিন্তু সন্ধ্যা ৬টার পর থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়। এতে পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়।

আরও পড়ুন

ঘটনায় রহস্য বাড়ে যখন শুক্রবার গভীর রাতে খড়িবাড়ির শচীন্দ্রচন্দ্র চা বাগান এলাকা থেকে অসিত পালের মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। বাইকটি কীভাবে সেখানে পৌঁছল, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

খবর পেয়ে তদন্তে নামে খড়িবাড়ি থানার পুলিশ। অসিতের মোবাইল লোকেশন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যাঁদের কাছ থেকে কিস্তি নেওয়ার কথা ছিল, সেই লোনগ্রহীতাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ আধিকারিকের কোনও সন্ধান মেলেনি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দ্রুত অসিত পালের খোঁজ পাওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

 

Read more!
Advertisement
Advertisement