Advertisement

Bus Accident Siliguri-Jalpaiguri: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ট্রাকে ধাক্কা মেরে গুরুতর জখম বাসচালক সহ ২০

Bus Accident Siliguri-Jalpaiguri: স্থানীয় সূত্রে খবর, বাসটি অসম থেকে বিহার যাচ্ছিল। যাত্রীদের অধিকাংশই ইটভাটার শ্রমিক। রাতভর দীর্ঘ যাত্রার পর ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান, চালকের চোখে ঘুম আসায় নিয়ন্ত্রণ হারান তিনি। ফলে ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি।

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ট্রাকে ধাক্কা মেরে গুরুতর জখম বাসচালক সহ ২০শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ট্রাকে ধাক্কা মেরে গুরুতর জখম বাসচালক সহ ২০
Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 24 Oct 2025,
  • अपडेटेड 12:49 PM IST

Bus Accident Siliguri-Jalpaiguri: দীপাবলি আর ভাইফোঁটার রেশ এখনও কাটেনি। চারিদিকে আলো আর আনন্দের আবহ। তার মধ্যেই ফের অন্ধকার নেমে এল জলপাইগুড়িতে। ভোররাতে জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

জানা গেছে, ভুট্টাবোঝাই একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি বাস। ঘটনাস্থল জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের গন্ডারমোড় এলাকা। সংঘর্ষে গুরুতর জখম হন বাসের চালক-সহ অন্তত ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুও।

স্থানীয় সূত্রে খবর, বাসটি অসম থেকে বিহার যাচ্ছিল। যাত্রীদের অধিকাংশই ইটভাটার শ্রমিক। রাতভর দীর্ঘ যাত্রার পর ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান, চালকের চোখে ঘুম আসায় নিয়ন্ত্রণ হারান তিনি। ফলে ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি।

আরও পড়ুন

দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আশপাশের বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে নামেন। আহতদের দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইতিমধ্যেই তদন্তে নেমেছে রাজগঞ্জ থানার পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। উৎসবের মরশুমে ফের এমন মর্মান্তিক ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 

Read more!
Advertisement
Advertisement