Advertisement

Mahakal Temple Siliguri: শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু, ঘোষণা হল শিলান্যাসের দিনও

Mahakal Temple Siliguri: মেয়রের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, এসজেডিএ এবং হিডকোর কর্তারা। জমির বর্তমান অবস্থা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু, ঘোষণা হল শিলান্যাসের দিনওশিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু, ঘোষণা হল শিলান্যাসের দিনও
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 12:57 AM IST

Mahakal Temple Siliguri: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা হতেই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণকে ঘিরে প্রশাসনিক তৎপরতা স্পষ্টভাবে বেড়ে উঠেছে। দীর্ঘদিন পড়ে থাকা প্রস্তাবিত মন্দির চত্বর ঘিরে এখন শুরু হয়েছে জমি পরিষ্কার ও সংস্কারের কাজ। শুক্রবার সেই এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

মেয়রের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, এসজেডিএ এবং হিডকোর কর্তারা। জমির বর্তমান অবস্থা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

পরিদর্শনের পরে মেয়র গৌতম দেব জানান, বহু বছর ধরে অব্যবহৃত পড়ে থাকা জমিটি পরিষ্কার করে পরিকাঠামোগত সংস্কার শুরু হয়েছে। খুব শীঘ্রই শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক হবে। সেখানে মন্দির নির্মাণের রূপরেখা, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন। তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মন্দিরের শিলান্যাস হবে। মুখ্যমন্ত্রীর কথায়, জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং শিলান্যাসের দিনক্ষণও ঠিক করে রাখা হয়েছে।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান হতে পারে। ওই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে। পরদিন অর্থাৎ ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সব মিলিয়ে জানুয়ারির মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে একের পর এক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ ঘিরে এই প্রস্তুতিকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়ছে কৌতূহল।

 

Read more!
Advertisement
Advertisement