Advertisement

North Bengal Durgapuja: দুর্গাপুজোয় দক্ষিণবঙ্গের সঙ্গে টেক্কা উত্তরেরও, রইল শিলিগুড়ির সেরা ৫ পুজো

আমাদের পছন্দ অনুযায়ী সেরা পাঁচ পুজোগুলি হল ঘোগোমালি জনশ্রী ক্লাব, শক্তিগড় উজ্জ্বল সংঘ, দেশবন্ধুপাড়া সুব্রত সংঘ, চম্পাসারির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার ও রবীন্দ্রনগরের রবীন্দ্র সংঘ। এই পুজোগুলি ঘুরে দেখতেই হবে।

দুর্গাপুজোয় দক্ষিণবঙ্গের সঙ্গে টেক্কা উত্তরেরও, রইল শিলিগুড়ির সেরা ৫ পুজোদুর্গাপুজোয় দক্ষিণবঙ্গের সঙ্গে টেক্কা উত্তরেরও, রইল শিলিগুড়ির সেরা ৫ পুজো
সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 29 Sep 2025,
  • अपडेटेड 7:47 PM IST

শহর ভরে উঠেছে উৎসবের আনন্দে। মোটামুটি তৃতীয়া থেকেই ভিড় উপচে পড়েছে বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে। শহরের বিগ বাজেট পুজো মণ্ডপগুলো দর্শনার্থীদের ঢলে উপচে পড়েছে ষষ্ঠীতেও।শিলিগুড়িতে বহু মণ্ডপ রয়েছে যেগুলি একে অপরটিকে পাল্লা দিয়েছে। তবে ২০২৫ সালের দুর্গাপুজো এই আনন্দের পালায় যে পাঁচটি পুজো বিশেষভাবে আলো ছড়াবে, সেগুলোর দিকে নজর দেওয়ার চেষ্টা করছি।

আমাদের পছন্দ অনুযায়ী সেরা পাঁচ পুজোগুলি হল ঘোগোমালি জনশ্রী ক্লাব, শক্তিগড় উজ্জ্বল সংঘ, দেশবন্ধুপাড়া সুব্রত সংঘ, চম্পাসারির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার ও রবীন্দ্রনগরের রবীন্দ্র সংঘ।

ঘোগোমালি জনশ্রী ক্লাব (Ghogomali Janashree Club)
“জনশ্রী ক্লাব” ২০২৫ সালে তাদের পুজোর জন্য দিঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে। এ বছর তাদের পুজো মণ্ডপ থিম “দিঘার জগন্নাথ মন্দির” দর্শনার্থীরা অবিকল মন্দির ভ্রমণের অনুভূতি পাবেন প্যান্ডালে ঢুকে। এটি তাদের ৫৬তম বছরের পুজো। অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা নিয়মিত পুজো আয়োজন করছে। উদ্যোক্তাদের দাবি, এলাকায় নিম্ন আয়ের লোকেদের বাস। অনেকেই দিঘায় যেতে পারেন না। তাদের জন্য মন্দিরের দর্শন করানোই তাঁদের উদ্দেশ্য।

আরও পড়ুন

শক্তিগড় উজ্জ্বল সংঘ (Shaktigarh Ujjwal Sangha)
শিলিগুড়ির শক্তিগড় উজ্জ্বল সংঘের পুজো মণ্ডপের থিম ডিজনিল্যান্ড ক্যাসল। শিশুদের তো বটেই মণ্ডপসজ্জা বড়দেরও চোখ ধাঁধিয়ে দিয়েছে। রাতে বিশেষ করে আলোকসজ্জায় এই ক্যাসল যেন নাচ করছে। তৃতীয়া থেকে ভিড় উপচে পড়ছে প্যান্ডেলে।  

দেশবন্ধু পাড়া সুব্রত সংঘ (Deshbandhu Para Subrata Sangha)
২০২৫ সালে সুব্রত সংঘের থিম 'প্রকৃতি' প্যান্ডাল ও প্রতিমাকে প্রকৃতির উপাদান (গাছ, পাতা, জল, আকাশ) দিয়ে সাজানো হবে। তারা শহরের থিম পুজোর তালিকায় উল্লেখযোগ্য স্থান পূরণ করছে। অতীতে, ২০২৪ সালে তাদের পুজো প্রস্তুতির কাজ শুরু হয়েছিল খুঁটি পুজোর অনুষ্ঠান থেকে, যেখানে মণ্ডপ ও থিম‑চিন্তা সিদ্ধান্ত নেওয়া হয়। 

চম্পাসারির জাতীয় শক্তি সংঘ (Champasari Jatiya Shakti Sangha / Jatiya Shakti Sangha)
জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের এবারের পুজো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এই পুজোর বিশেষত্ব হল এই মন্দিরটি এখনও চালুই হয়নি। মূল মন্দিরের আদলটিতে তাঁরা আগাম দর্শন করিয়ে দিয়েছেন ভক্তদের। চম্পাসারি (Champasari) এলাকার এই সংঘ দীর্ঘদিন ধরে থিম পুজোর জন্য পরিচিত

Advertisement

রবীন্দ্রনগর রবীন্দ্র সংঘ (Pathagar & Rabindra Sangha, Siliguri)
রবীন্দ্র সংঘ ২০২৫ সালের পুজোর থিম নির্বাচনে বাবার জীবনের গল্পকে মণ্ডপ সজ্জায় তুলে ধরেছে। বাবা যে কোনও উপায়ে কীভাবে শ্রম দিয়ে পরিবারকে ধরে রাখেন তার গল্প বলছেন তাঁরা। তাঁরা বরাবরই শ্রমজীবী মানুষের গল্প বলতে পছন্দ করেন। এবারও তাঁরা চমক রেখেছেন মণ্ডপে।

 

Read more!
Advertisement
Advertisement