
Kurseong Car Accident Death: কার্শিয়ঙের সিটং-এ পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। রবিবার গভীর রাতে কার্শিয়ং থেকে সিটং ফিরছিল একটি ছোট গাড়ি। অন্ধকার, কুয়াশা ও শুনশান পাহাড়ি পথের মাঝে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে। রাতের অন্ধকারে দুর্ঘটনার কোনও শব্দই আশপাশের কেউ শুনতে পাননি। ফলে গোটা রাত,কেউ জানতেও পারল না। সকালে যখন দেখা গেল, ততক্ষণে বিপদ যা হওয়ার হয়ে গিয়েছে।
সোমবার সকালেই স্থানীয়রা রাস্তার নীচে খাদে দুমড়ে-মুচড়ে পড়ে থাকা গাড়িটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। শুরু হয় উদ্ধারকাজ। গাড়ির অবস্থাই বুঝিয়ে দিচ্ছিল, ধাক্কা কতটা ভয়াবহ ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন যাত্রীর। মৃতদের পরিচয় শনাক্ত হয়েছে। বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ এবং রমেশ গুরুং। মৃত বিগেন ভুজেল স্থানীয় পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং অনিত থাপার বিজিপিএম দলের সক্রিয় কর্মী ছিলেন।
যদিও ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় হলেও খানিকটা আশ্চর্যজনকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে গাড়ির চালককে। তাঁকে দ্রুত শিলিগুড়ির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে কার্শিয়ং থানার আধিকারিকরা জানিয়েছেন, চালক কিছুটা সুস্থ হয়ে উঠলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা হবে। পাহাড়ি রাস্তার নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছে এই মর্মান্তিক ঘটনা।