Advertisement

Dooars Son Killed Father: ডুয়ার্সের চালসায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে

Dooars Son Killed Father: স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সহরাইকে উদ্ধার করে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। অভিযুক্ত ছেলেকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ডুয়ার্সের চালসায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ছেলেডুয়ার্সের চালসায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে
Aajtak Bangla
  • চালসা,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 7:09 PM IST

Dooars Son Killed Father: রান্নার জন্য রাখা জ্বালানির কাঠ দিয়ে পিটিয়ে বাবাকে খুন করল ছেলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি এলাকায়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে মেটেলি থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল বাবা সহরাই ওরাওঁ ও ছেলে সুকু ওরাওঁয়ের। এদিন দুপুরেও অশান্তি চরমে ওঠে বাবা-ছেলের। বিবাদ চলাকালীন আচমকাই বাবা সহরাই ওরাওঁয়ের মাথায় বাড়িতে রাখা জ্বালানি কাঠ দিয়ে মাথায় আঘাত করেন ছেলে সুকু। জ্বালানি কাঠের আঘাতে বাবা মাটিতে লুটিয়ে পড়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সহরাইকে উদ্ধার করে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। অভিযুক্ত ছেলেকে আটক করে নিয়ে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জলপাইগুড়ি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে গোলমাল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement