Advertisement

হরিরামপুরে মোটরবাইক ও পিকআপ মুখোমুখি ধাক্কা, মর্মান্তিক মৃত্যু ২ বাইক আরোহীর

রাতে বাড়ি ফেরার পথে মোটরবাইকে ছিলেন বাপন ও পীযূষ। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি পিকআপ ভ্যান। আচমকা মুখোমুখি ধাক্কা লাগে দুই গাড়ির। মুহূর্তের মধ্যে বাইক ছিটকে পড়ে যায়, রাস্তায় লুটিয়ে পড়েন দুই আরোহী। গুরুতর জখম হন দু’জনেই।

Aajtak Bangla
  • হরিরামপুরে (দক্ষিণ দিনাজপুর),
  • 10 Jan 2026,
  • अपडेटेड 12:05 AM IST

দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মোটরবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল দুটি তরতাজা প্রাণ। বৃহস্পতিবার রাতে বড়ভিটা মহেন্দ্র এলাকার কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই যুবক বাপন ঘোষ (২৩) ও পীযূষ সরকার (২৮)। দু’জনেরই বাড়ি মহেন্দ্র এলাকায়।

স্থানীয় সূত্র জানাচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে মোটরবাইকে ছিলেন বাপন ও পীযূষ। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি পিকআপ ভ্যান। আচমকা মুখোমুখি ধাক্কা লাগে দুই গাড়ির। মুহূর্তের মধ্যে বাইক ছিটকে পড়ে যায়, রাস্তায় লুটিয়ে পড়েন দুই আরোহী। গুরুতর জখম হন দু’জনেই।

দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দ্রুত আহতদের উদ্ধার করে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা বাঁচাতে পারেননি, হাসপাতালে পৌঁছতেই মৃত বলে ঘোষণা করা হয় দু'জনকে।

আরও পড়ুন

শুক্রবার দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাটে। তদন্তে নেমেছে হরিরামপুর থানা। কীভাবে এমন ভয়াবহ সংঘর্ষ ঘটল, গতিবেগ, আলো, রাস্তার পরিস্থিতি সবই খতিয়ে দেখা হচ্ছে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, “দুটি দেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

 

Read more!
Advertisement
Advertisement