Advertisement

দক্ষিণ দিনাজপুরে গোষ্ঠী সংঘর্ষে গুরুতর জখম ৫, বিজেপি করায় হামলার অভিযোগ

আহতদের অভিযোগ, বিজেপি করার অপরাধেই তাঁদের উপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন বিজেপি কর্মী ও বিএলএ-টু (BLA-2) কাউসার আলি মোল্লা।

ভোটের আগে ফের তপ্ত মাথাভাঙা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৬ভোটের আগে ফের তপ্ত মাথাভাঙা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৬
Aajtak Bangla
  • কুমারগঞ্জ,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 4:14 PM IST

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে ফের উত্তেজনা। জমি নিয়ে পুরনো বিবাদের জেরে ককোটি (শাহাবাজপুর) গ্রামে মঙ্গলবার রাতে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, হামলায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন সংখ্যালঘু বিজেপি সমর্থক। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমারগঞ্জ থানার পুলিশ টহল ও নজরদারি বাড়িয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের অভিযোগ, বিজেপি করার অপরাধেই তাঁদের উপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন বিজেপি কর্মী ও বিএলএ-টু (BLA-2) কাউসার আলি মোল্লা। তাঁর দাবি, 
“কয়েকদিন আগে আমাদের জমির গাছ কেটে নিয়ে যায় ওরা। আমরা থানায় অভিযোগ করি। পুলিশ নোটিস পাঠানোর পরই মঙ্গলবার সন্ধ্যায় লাঠি, দা, ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে।”

হামলায় কাউসার আলি মোল্লা, মঞ্জুয়ারা বিবি, রফিকুল আলি মোল্লা ছাড়াও তাঁদের বাঁচাতে এগিয়ে আসা ৮০ বছর বয়সি রজ্জব আলি মোল্লা গুরুতর আহত হন। প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চারজনকে স্থানান্তরিত করতে হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।

আরও পড়ুন

বিজেপির অভিযোগ
বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ সরাসরি অভিযোগ তুলেছেন, “যারা হামলা করেছে, তারা সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিজেপি সমর্থন করাই এই পরিবারের অপরাধ।” জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন।

কী বলছে তৃণমূল?
অন্যদিকে তৃণমূলের দাবি সম্পূর্ণ ভিন্ন। তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে, “এটি নিছক জমি নিয়ে পারিবারিক বিবাদ। বিজেপি অযথা রাজনৈতিক রঙ লাগাতে চাইছে।”

 

Read more!
Advertisement
Advertisement