Advertisement

আলিপুরদুয়ারে কুকুরের তাণ্ডব, আটটি শিশু সহ প্রায় ১০ জনকে এলোপাথারি কামড়

শুক্রবার সকালে শামুকতলা থানার ডাঙ্গি এলাকার খুশি দেবনাথ ও উজ্জ্বল বৈশ্য স্কুলে যাচ্ছিল। হঠাৎ একটি কুকুর ছুটে এসে ওদের দিকে। কিছু বুঝতে পারার আগেই পরপর কামড় বসায় ছয় বছরের খুশি ও আট বছরের উজ্জ্বলের পায়ে।

আলিপুরদুয়ারে কুকুরের তাণ্ডব, আটটি শিশু সহ প্রায় ১০ জনকে এলোপাথারি কামড়আলিপুরদুয়ারে কুকুরের তাণ্ডব, আটটি শিশু সহ প্রায় ১০ জনকে এলোপাথারি কামড়
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 4:21 AM IST

এলাকায় একের পর এক শিশু ও যুবকদের কামড়ে পালাল একটি কুকুর। যা নিয়ে তোলপাড় আলিপুরদুয়ারের শামুকতলা এলাকা। একদিনে এতজনকে কুকুর কামড়ের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ডাঙ্গি এলাকায়। জখমদের দ্রুত স্থানীয় যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত সকলকেই প্রতিষেধক দেওয়া হয়েছে।

কুকুরটিকে ধরার চেষ্টা চলছে। আহত সকলেরই ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে। আলিপুরদুয়ার ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন এদিন বিকেলে ওই এলাকায় গিয়ে বিস্তারিত খোঁজ নেন। তিনি বিষয়টিকে খুবই গুরতর বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘একদিনে প্রাথমিক স্কুলের আট পড়ুয়াকে কুকুরে কামড় দেওয়ার ঘটনায় আমি হতবাক। বিষয়টি খুবই চিন্তার।’

শুক্রবার সকালে শামুকতলা থানার ডাঙ্গি এলাকার খুশি দেবনাথ ও উজ্জ্বল বৈশ্য স্কুলে যাচ্ছিল। হঠাৎ একটি কুকুর ছুটে এসে ওদের দিকে। কিছু বুঝতে পারার আগেই পরপর কামড় বসায় ছয় বছরের খুশি ও আট বছরের উজ্জ্বলের পায়ে। কামড়েই কুকুরটি পালিয়ে যায়। এরপর আরও ছয় শিশু ও ওই কুকুরটি কামড়েছে। এদিনই ওই কুকুরটি দুই প্রাপ্তবয়স্ককেও কামড়েছে। কুকুরটিকে অবিলম্বে কাবু করার দাবি তুলেছেন এলাকাবাসী।

আরও পড়ুন

কুকুরের কামড়ে জখম হওয়া এক ব্যক্তি জানিয়েছেন, ওই কুকুরটি এলাকাতেই ঘুরে বেড়ায়। কয়েকদিন ধরেই  ওর আচার ব্যবহারে একটু পরিবর্তন দেখতে পেয়েছিলেন। কিন্তু হঠাৎ কামড়ানো শুরু করবে তা তাঁরা ভাবতে পারেননি। এখন তাঁরা সকলেই আতঙ্কে রয়েছেন। দ্রুত কুকুরটিকে না ধরতে পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’ এর আগে ওই এলাকায় গ্রামের দুটি ছাগলকেও কামড়েছিল। তবে তখন বুঝতে পারা যায়নি। এই ঘটনার পর সবাই মনে করছে কুকুরটিরই কাজ সেটাও।

 

Read more!
Advertisement
Advertisement