Advertisement

Bike Hits Dumper Malda Student Death: বাইক নিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা, মালদায় ছাত্রের মৃত্যু, আশঙ্কাজনক ৩ পড়ুয়া

Bike Hits Dumper Malda Student Death: মালদহে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ১৬ বছরের ছাত্র। হেলমেট ছাড়া বেপরোয়া বাইক চালনার বলি চার স্কুলপড়ুয়া—তীব্র ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী।

বাইক নিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা, মালদায় ছাত্রের মৃত্যু, আশঙ্কাজনক ৩ পড়ুয়াবাইক নিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা, মালদায় ছাত্রের মৃত্যু, আশঙ্কাজনক ৩ পড়ুয়া
Aajtak Bangla
  • মালদা,
  • 24 Apr 2025,
  • अपडेटेड 10:47 PM IST

Bike Hits Dumper Malda Student Death: চাঁচল-২ ব্লকের এনায়েতনগর গ্রামে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারাল ১ ছাত্র। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরের মৃত্যু হয়, গুরুতর জখম তিন পড়ুয়া।  প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল ওই ছাত্ররা। ধাক্কার তীব্রতায় চারজনেই রাস্তায় ছিটকে পড়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম হোসাইন আজম (১৬)। আহতদের মধ্যে রয়েছেন মুখলেশ (১৫), কালু (১৪) ও বিকি (১২) — তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থল, এনায়েতনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা এক ডাম্পারে পেছন থেকে বেপরোয়া গতিতে ধাক্কা মারে ওই চার কিশোরের বাইক। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হোসাইনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিনজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

আরও পড়ুন

আবুল কাশেম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে জানান, চারজনের মধ্যে তিনজন তাদের মাদ্রাসার ছাত্র ছিল। তারা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এমন দুঃসংবাদে স্তব্ধ শিক্ষক থেকে স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের বক্তব্য, কম বয়সে বাইক তুলে দেওয়া এবং হেলমেট না পরা আজকের সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। 

 

Read more!
Advertisement
Advertisement