Advertisement

Humayun Kabir New Party: 'রাজ্যের ২৯৪ আসনেই প্রার্থী', নিজেকে 'কিংমেকার' দাবি করে বললেন হুমায়ুন

Humayun Kabir New Party: হুমায়ূন কবীর জানিয়েছেন, রবিবার মুর্শিদাবাদে আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের আগেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের প্রতিটি আসনে লড়াই হবে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 6:31 PM IST

Humayun Kabir New Party: তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ূন কবীর রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় তুললেন। শনিবার প্রকাশ্যে ঘোষণা করে দিলেন, নতুন রাজনৈতিক দল গঠন করে তিনি পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনেই প্রার্থী দেবেন। একই সঙ্গে তাঁর দাবি, আগামী বিধানসভা নির্বাচনে তিনিই হবেন ‘কিংমেকার’।

হুমায়ূন কবীর জানিয়েছেন, রবিবার মুর্শিদাবাদে আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের আগেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের প্রতিটি আসনে লড়াই হবে। যদিও এখনও নতুন দলের নাম প্রকাশ্যে আনেননি হুমায়ূন, তবে নির্বাচন কমিশনের কাছে ‘টেবিল’ সহ তিনটি সম্ভাব্য প্রতীক চেয়ে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু তৃণমূল নয়, বিজেপির বিরুদ্ধেও লড়াইয়ের কথা জানিয়েছেন হুমায়ূন কবীর। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন, কংগ্রেস, সিপিআইএম বা এআইএমআইএম (ওয়াইসি-র দল)-এর সঙ্গে জোটের দরজা পুরোপুরি বন্ধ নয়। অর্থাৎ, বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন

এর মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হুমায়ূন কবীরের নতুন দলের প্রচারমূলক পোস্টার পড়তে শুরু করেছে। মির্জাপুর এলাকায় তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। আয়োজকদের দাবি, রবিবারের সভায় প্রায় চার লক্ষ মানুষের জমায়েত হতে পারে।

আরও একধাপ এগিয়ে হুমায়ূন কবীর দাবি করেছেন, মুর্শিদাবাদ জেলার অন্তত ১০টি বিধানসভা আসনে তাঁর দল জয় পাবে। উল্লেখ্য, বর্তমানে মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ২০টিতেই তৃণমূল কংগ্রেস এবং বাকি দু’টিতে বিজেপির দখল। এই সমীকরণ ভাঙতেই মাঠে নামছেন হুমায়ূন। এমনটাই তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য।

রাজনৈতিক মহলের মতে, তৃণমূল থেকে বহিষ্কৃত এই নেতার নতুন রাজনৈতিক উদ্যোগ আদৌ কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার।


 

Read more!
Advertisement
Advertisement