Teacher's Hanging Body Found Siliguri: স্কুলের রেস্ট রুম থেকে এক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির হাতিয়াডাঙ্গায় একটি বেসরকারি স্কুলের রেস্ট রুম থেকে বৃহস্পতিবার এক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
স্কুল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিক্ষকের নাম অভিজিৎ নাথ। সে ধুপগুড়ির বাসিন্দা। ওই স্কুলের কম্পিউটার শেখাতে আসতেন। জানা গিয়েছে স্কুলের চাবি ওই শিক্ষকের কাছেই ছিল। এদিন স্কুল না খোলায় ফোন করেন স্কুলের অন্যান্য শিক্ষকরা। এরপর ফোন না ধরলে সন্দেহ হয় এবং স্কুলের রেস্টরুম খুলতেই ওই ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখে তড়িঘড়ি খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশি ঘর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
তবে কি কারণে আত্মহত্যা তা এখনো পর্যন্ত জানা যায়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলের কর্ণধার সঞ্জীব কুমার দাস বলেন স্কুলের কম্পিউটার শিক্ষক ছিলেন ওই শিক্ষক। তিনি ধুপগুড়ি থেকে আসতেন ক্লাস করাতেন আবার চলে যেতেন। এদিন স্কুলের চাবি ওঁর কাছে থাকায় ফোন করা হয়। এরপর ফোন না তোলা স্কুলের রেস্টুরেন্ট খুলে ওই শিক্ষকের ঝুলন্ত মৃত দেখতে পাওয়া যায়। এবং উনি একটি সুইসাইড নোট লিখে রেখে গিয়েছেন। পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওই শিক্ষকের স্ত্রীর ফোন বন্ধ ছিল।