Naxalbari Gang Rape শিলিগুড়ির নকশালবাড়িতে ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। এবার গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এ উত্তেজনা সৃষ্টি হয়েছে। নকশালবাড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভও দেখান ওই চা বাগানের বাসিন্দারা।
রবিবার রাতে স্থানীয় এক নাবালিকাকে চা বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণের (Gang rape) অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার রাতে ১৫ বছর বয়সি ওই নাবালিকা ফোনে কথা বলতে গ্রামের রাস্তায় বের হয়েছিল। তখনই এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল অভিযুক্ত যুবকরা। রাস্তায় তারা ওই নাবালিকাকে দেখতে পেয়ে মুখ চেপে ধরে তাকে স্থানীয় একটি চা বাগানে নিয়ে যায়। সেখানেই পরপর সকলেই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
কাউকে জানালে ওই নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারিও দেয় অভিযুক্তরা। ওই নাবালিকা বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারের লোকজনকে জানায়। সোমবার সকালে তারা নকশালবাড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভও দেখান ওই চা বাগানের বাসিন্দারা।
এর আগে ঠিক এক বছর আগে একই ভাবে ২০২৪ সালে বিয়ের অনুষ্ঠান থেকে এক নাবালিকাকে তুলে চা-বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল নকশালবাড়ি ব্লকেই। এই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। নকশালবাডি এলাকায় এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। সোমবার মাটিগাড়া থেকে ওই পারিবারিক বিয়েতে যায় নকশালবাড়ির এক চা-বাগানের নাবালিকার পরিবার। বিয়ে চলাকালীন রাতেই নাবালিকাকে চা-বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ওই পাঁচ জন যুবক বলে অভিযোগ। পরদিন নির্যাতিতা গোটা বিষয়টি নিজের মাকে জানালে, মঙ্গলবার রাতে নির্যাতিতার পরিবার নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই পাঁচ জন যুবককে অভিযান চালিয়ে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় পুরনো সেই ঘটনার ছায়া দেখছেন অনেকে।