Advertisement

Coochbehar TMC-BJP Clash: কোচবিহারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম দু'পক্ষের একাধিক

Coochbehar TMC-BJP Clash: এদিন কোচবিহার শহরে পৃথক পৃথক কর্মসূচি ছিল টিএমসিপি ও বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনের কেলগ কলেজে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল এসএফআইয়ের বিরুদ্ধে। এর প্রতিবাদে এদিন কোচবিহারে বিক্ষোভ মিছিল বের করেছিল তৃণমূল ছাত্র পরিষদ।

কোচবিহারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম দু'পক্ষের একাধিককোচবিহারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম দু'পক্ষের একাধিক
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 04 Apr 2025,
  • अपडेटेड 7:51 PM IST

Coochbehar TMC-BJP Clash: তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। শুক্রবার বিকেলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে কোচবিহারের ব্যাংচাতরা রোডে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে। এদিনের ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে দুই পক্ষের বেশ কয়েকজনকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।

এদিন কোচবিহার শহরে পৃথক পৃথক কর্মসূচি ছিল টিএমসিপি ও বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনের কেলগ কলেজে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল এসএফআইয়ের বিরুদ্ধে। এর প্রতিবাদে এদিন কোচবিহারে বিক্ষোভ মিছিল বের করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল ইস্যুতে পথ অবরোধের কর্মসূচি নিয়েছিল বিজেপি। বিজেপির কার্যালয় থেকে বিজেপি নেতারা বেরিয়ে তাদের এই কর্মসূচির যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ সেই সময়ই মিছিল সম্পন্ন করে ব্যাংচাতরা রোড দিয়ে ফিরছিল তৃণমূল ছাত্র পরিষদ।

মিছিল নিয়ে মুখোমুখি হয়ে পড়ে দুই পক্ষই। বিজেপি কার্যালয়ের সামনে দুই পক্ষ বাদানুবাদ-হুমকি ও গোলমালে জড়িয়ে পড়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশের সামনেই গোলমাল শুরু হয়ে গেলেও পুলিশ দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ বিজেপির। বিজেপির কর্মী-সমর্থকদের অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির কার্যালয়ে ইট পাথর ছুড়তে শুরু করে। পাশাপাশি গাড়ি ভাঙচুর এবং বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন

আবার বিজেপির কর্মীদের বিরুদ্ধেও পাল্টা একই অভিযোগ তুলেছে তৃণমূল। এই সংঘর্ষ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশবাহিনী। পুলিশকে লক্ষ্য করেও ইট পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় লাঠচার্জ করে পুলিশ। এই সংঘর্ষের ঘটনায় আহত হয় দুই পক্ষের বহু কর্মী সমর্থক।

 

Read more!
Advertisement
Advertisement