Advertisement

দিনহাটায় উল্টোরথে বিপত্তি, ভেঙে পড়ল রথের চূড়া; জখম ২

দিনহাটায় উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছিল। রথ বড়আটিয়া বাড়ি থেকে দিনহাটা বড়নাচিনা বাঁশতলা এলাকার দিকে আসছিল রথ। রাস্তায় রথ নিয়ে আসার সময়ে প্রচুর জনসমাগম হয়। রথ যখন বড়নাচিনা বাঁশতলা এলাকায় ঢুকবে ঠিক সেই সময়ে ঘটে বিপত্তি।

দিনহাটায় উল্টোরথে বিপত্তি, ভেঙে পড়ল রথের চূড়া; জখম ২দিনহাটায় উল্টোরথে বিপত্তি, ভেঙে পড়ল রথের চূড়া; জখম ২
Aajtak Bangla
  • দিনহাটা,
  • 06 Jul 2025,
  • अपडेटेड 12:14 AM IST

রথের চূড়া ভেঙে পড়ল কোচবিহারের দিনহাটায়। চূড়ন্ত বিশৃঙ্খলা রথযাত্রা ঘিরে। রথের চূড়ার একটি অংশ ভেঙে পড়ে জখম হলেন দুই পুণ্যার্থী। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দিনহাটার বড়নাচিনা সংলগ্ন এলাকায়। এরপরই হুড়োহুড়ি শুরু হয়। দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটায় উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছিল। রথ বড়আটিয়া বাড়ি থেকে দিনহাটা বড়নাচিনা বাঁশতলা এলাকার দিকে আসছিল রথ। রাস্তায় রথ নিয়ে আসার সময়ে প্রচুর জনসমাগম হয়। রথ যখন বড়নাচিনা বাঁশতলা এলাকায় ঢুকবে ঠিক সেই সময়ে ঘটে বিপত্তি। রাস্তার উপরে কেবলের তার রথের চূড়ার উপরে আটকায়। সে সময়ে রথের চূড়া ভেঙে ভক্তদের মাথার উপরে পড়ে। এই ঘটনায় ভারতী বর্মন ও দুলাল আর্যের মাথায় আঘাত লাগে। এরপরই তড়িঘড়ি করে তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

জখম দুলাল সংবাদমাধ্যমকে জানান, বড়নাচিনা রোডে রথ আসতেই হঠাৎ রথের চূড়া কেবল পরিষেবার তারে লেগে তা ভেঙে পড়ে যায়। সে সময় তিনি রথের দড়ি ধরেই ছিলাম। আর চূড়ার ভাঙা অংশ মাথায় লাগার পরই মাথা ফেটে যায়। আরও এক মহিলারও মাথায় আঘাত লাগে।’ যদিও বর্তমানে আহত দুজনই সুস্থ রয়েছেন বলে খবর।

আরও পড়ুন

গত সপ্তাহে রথযাত্রার দিন হুগলিতে ঠিক এই ভাবেই রথের চূড়া ভেঙে বিপত্তি ঘটেছিল। টি এন মুখার্জি রোড ধরে কালীপুরের দিকে যাওয়ার পথে ডানকুনি পুরসভার কাছে দুর্ঘটনা ঘটে। সেই সময়ে তিনজন ভক্ত আহত হয়েছিলেন। পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়।


 

Read more!
Advertisement
Advertisement