Tourist Death Darjeeling: পাহাড়ে ফের বিপত্তি। দার্জিলিঙে ঘুরতে গিয়ে ফের মৃত্যু হল আরও এক পর্যটকের। দার্জিলিং সদর ময়নাতদন্তের পর তাঁর দেহ শনিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। গোটা ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই নিয়ে গত তিন মাসে মোট সাত জন পর্যটকের মৃত্যু হল পাহাড়ে।
জিটিএ-র চেয়ারম্যান রাজেশ চৌহান বলে, ‘‘রাতে আচমকা অসুস্থ বোধ করেন ওই পর্যটক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমরাই দেহ বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করব।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিয়নাথ ঘোষ (৫৫)। তিনি বাংলারই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। গত ২৯ জানুয়ারি সপরিবার পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অমিয়। এনজেপি থেকে তাঁরা প্রথমে যান কালিম্পঙে। সেখান থেকে ৩০ জানুয়ারি তাঁরা যান দার্জিলিঙে। সেখানে ঘুমে যান তাঁরা। সেখান থেকে ঘুরে দার্জিলিং ম্যালে গিয়ে সময় কাটান। এরপর হোটেলে ফিরে যান তাঁরা।
রাত ১০:৩০ নাগাদ তাঁর বন্ধুরা হোটেল রুম থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা গিয়ে দেখেন অমিয়নাথ বাবু মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অমিয়নাথ বাবুর স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উনি দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। একবার অস্ত্রোপচারও হয়েছিল। তড়িঘড়ি তাঁকে রাতে দার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবার সূত্রে খবর, শনিবার তাঁদের টাইগার হিল ঘুরতে যাওয়ার কথা ছিল।
জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েও দার্জিলিঙে বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছিল। তার আগে সান্দাকফুতেও মৃত্যু হয় এক জনের।