Tourist Mystery Death At Kurseong: পাহাড়ে পর্যটনে বিপত্তি। কার্শিয়ঙে ছুটি কাটাতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার খবর মিলতেই কার্শিয়ং থানার পুলিশ দেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য় পাঠিয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। কার্শিয়ং থানার আইসি পলাশ মহন্ত জানান, এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট আসলে সঠিক কারণ বোঝা যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্শিয়াঙের ডাউহিলে ছুটি কাটাতে এসেছিলেন হাওড়ার ৬ জন। তাঁরা ডাউহিলে একটি হোমস্টেতে ছিলেন। সোমবার ভোরে হোম-স্টের ব্যালকনি থেকে পড়ে যান এক যুবক। সম্ভবত উপর থেকে পড়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। যখন সোমবার ভোরে সপ্তনীল ব্যালকনিতে কী করছিলেন, বা যখন পড়ে যান, তখন বাকিরা কোথায় ছিলেন, কী করছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি হোম-স্টেতে থাকার সময় তাঁদের মধ্যে কোনও ঝগড়া-বিবাদ হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।.
পুলিশ জানিয়েছে, ওই তরুণের নাম সপ্তনীল চট্টোপাধ্যায় (২৬)। বাড়ি হাওড়াতেই। তাঁরা ৬ জনের একটি দল একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সোমবারই বাড়ি ফেরার কথা ছিল। সূত্রের খবর, দিন কয়েক আগে ওই হোম-স্টেতে উঠেছিল তারা। এদিনই হোম-স্টে ছেড়ে ফেরার কথা ছিল তাঁদের। তার মধ্য়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। মৃত যুবকের বাড়িতে খবর দেওয়া হয়েছে।
সিকিম যাওয়ার রাস্তায় বিপত্তির কারণে পশ্চিমবঙ্গের দার্জিলিং- কার্শিয়াঙে পুজোয় বুকিং এনকোয়ারি ভাল। তার মধ্যে এই দুর্ঘটনা পর্যটকদের মধ্যে খানিকটা হলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে কেউ কেউ মনে করছেন। ডাওহিল অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট।পুজোর আগে ডাওহিলে এমন পর্যটক মৃত্যুর ঘটনায় আতঙ্ক পর্যটক মহলে।
অন্যদিকে রবিবার রাতে দার্জিলিঙের সোনাদাতে সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের।সোনাদার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরের নাম প্রকাশ তামাং (১৬) এবং আরিয়ান তামাং (১৭)। দুজনেই সোনাদার বাসিন্দা। রবিবার সোনাদার খংখোলা পাম্প হাউসের জলে সাঁতার কাটতে গিয়েই তলিয়ে যায় দুজনে।