Advertisement

Accident Death At Dooars: দীপাবলির সকালে দুর্ঘটনা, ডুয়ার্সে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩; জখম ২

Accident Death At Dooars: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত্যু গর্ভবতী মহিলা সহ ৩ জনের। জখম হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে চালসা-মালবাজারমুখী জাতীয় সড়কের সাতখাইয়া মোড় এলাকায়।

দীপাবলির সকালে দুর্ঘটনা, ডুয়ার্সে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩; জখম ২দীপাবলির সকালে দুর্ঘটনা, ডুয়ার্সে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩; জখম ২
Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 31 Oct 2024,
  • अपडेटेड 2:07 PM IST

দীপাবলির সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। এর মধ্যে এক মহিলাও রয়েছেন, যিনি আবার গর্ভবতী ছিলেন। ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার চালসার ঘটনা। উৎসবের সকালে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুটি গাড়ি মুখোমুখি ধাক্কা মারায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত্যু গর্ভবতী মহিলা সহ ৩ জনের। জখম হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে চালসা-মালবাজারমুখী জাতীয় সড়কের সাতখাইয়া মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সরস্বতী ওরাওঁ (২৫), টুসি ওরাওঁ (২০), আমন এক্কা (২৭)। মৃতদের বাড়ি বানারহাটের (Banarhat) লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায়। আহত প্রেম ওরাওঁ ও সীতা ওরাওঁ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি ছোট গাড়িতে করে এক গর্ভবতী মহিলা সহ পাঁচজন চালসা (Chalsa) থেকে মালবাজারের দিকে যাচ্ছিলেন। উলটো দিক থেকে আসছিল সংবাদপত্র বহনকারী একটি গাড়ি। পথে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সরস্বতী ওরাওঁ নামে ওই গর্ভবতী মহিলা ও তাঁর বোন টুসি ওরাওঁয়েরও। ছোট গাড়ির চালক আমন এক্কাকে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

আহতরা মাল সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর গাড়ির চালক পলাতক রয়েছে। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ (Matelli Police) ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ি দুটিকে আটক করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

 

Read more!
Advertisement
Advertisement