CoochbeharAccident: ছুটির দিন সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল বাবা ও ছেলে। কোচবিহারের নিশিগঞ্জের ঘটনা। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ঘটনার পর এলাকায় তীব্র যানজট শুরু হয়। যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সেখানে আসেন চিলকিরহাট ফাঁড়ির পুলিশ কর্মীরাও। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ ব্লকের দেওয়ানবস এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ছেলেকে নিয়ে বাইকে চেপে মাঘপালার দিক থেকে নিশিগঞ্জের দিকে আসছিলেন এক ব্যক্তি। সেই সময় দেওয়ানবস এলাকায় উলটো দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাক সামনে থেকে ধাক্কা মারে বাইকে। ছিটকে পড়েন দুজনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনেরই।
এলাকার লোকজন দ্রুত এলাকায় ছুটে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে সেখানে আসেন চিলকিরহাট ফাঁড়ির পুলিশ কর্মীরাও। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তাঁদের ঘিরে অপরাধীর শাস্তি দেওয়ার দাবি জানাতে থাকেন। স্থানীয় অনেকেরই অভিযোগ, এলাকার রাস্তা দিয়ে বালিবোঝাই ট্রাকগুলি দ্রুতগতিতে চলাচল করে। সেকারণে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা। জনবহুল এলাকাতেও গতি কমায় না। ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান তাঁরা। পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা ফাঁকা করলে ঘণ্টা দেড়েক পর যানচলাচল শুরু হয়।