Advertisement

Dinhata Bombing: ফের অশান্ত দিনহাটা, TMC নেতার বাড়িতে বোমা দুষ্কৃতীদের

Dinhata Bombing: দিনহাটা-২ ব্লকের বুড়িরহাট দুই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ ওই দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ফের অশান্ত দিনহাটা, TMC নেতার বাড়িতে বোমা দুষ্কৃতীদেরফের অশান্ত দিনহাটা, TMC নেতার বাড়িতে বোমা দুষ্কৃতীদের
Aajtak Bangla
  • দিনহাটা,
  • 04 Mar 2024,
  • अपडेटेड 4:14 PM IST
  • বৃহস্পতিবার রাত থেকে অশান্ত
  • দিনহাটায় দফায় দফায় উত্তেজনা
  • BJP-TMC হাতাহাতি-বোমাবাজি

Dinhata Bombing: লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচনের দামামা অবশ্য বাজিয়ে দিয়েছে বিজেপি। তাঁরা দেশের বিভিন্ন কেন্দ্রে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে এ রাজ্যের ২০টি আসনও রয়েছে। দিনহাটায় বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেই ফের প্রার্থী করেছে দল। তার কয়েক ঘন্টার মধ্যে ফের অশান্তির আঁচ দিনহাটায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

দিনহাটা-২ ব্লকের বুড়িরহাট দুই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ ওই দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ বর্মন সংবাদমাধ্যমকে জানান, ‘তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ওই বোমাবাজির ঘটনা ঘটেছে।‘

তৃণমূলের ১২ নম্বর আসনের পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণা কাবেরী বর্মনের স্বামী তথা বুড়িরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূলের সম্পাদক দীপক বর্মন অভিযোগ করেন, "রবিবার রাত আনুমানিক আড়াইটে নাগাদ আমাদের বাড়িতে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় গেটের লোহার গ্রিল বেঁকে গিয়েছে, জানালাও ভেঙেছে। পাকা দেওয়ালের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।" তবে ঘটনায় অবশ্য তাঁদের বা পরিবারের কারও আঘাত লাগেনি। তাঁরা অবশ্য সে সময় বাড়ির ভিতরেই ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

এর আগে পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে দিনহাটার বিস্তীর্ণ এলাকা অশান্তির জন্য শিরোনামে উঠে এসেছে বারবার। বিজেপির নিশীথ বনাম তৃণমূলের উদয়নের লড়াইয়ে উত্তপ্ত হয়েছে এলাকা। বোমাবাজি, খুনের ঘটনা যেন স্বাভাবিক হয়ে উঠেছে এলাকায়। কখনও আবার তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে অশান্তি ছড়িয়েছে। আরও একটা ভোট আসতেই কি দিনহাটা ফের অশান্তির মোডে চলে গেল? প্রশ্ন সাধারণ মানুষের।

 

Read more!
Advertisement
Advertisement