Advertisement

Biker Death Accident: পাহাড় থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু উঃ২৪ পরগণার ২ বাইকারের

টোল প্লাজা সূত্রে খবর, বাইকের গতি ছিল অত্যন্ত বেশি। বাইকটি পড়ে ছিল রাস্তার ডিভাইডারে। এক যুবকের মাথা চূর্ণবিচূর্ণ, অন্যজনের বুকের মাঝখানে বড় গর্ত।

Aajtak Bangla
  • মালদা,
  • 17 Oct 2025,
  • अपडेटेड 9:46 PM IST

উত্তরবঙ্গের পাহাড়, নদী, অরণ্য দাপিয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি। মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল  উত্তর ২৪ পরগনার দুই তরুণ বাইকারের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার গাজোল এলাকায়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর চারটে নাগাদ, ১২ নম্বর জাতীয় সড়কে গাজোল কলেজ গেটের সামনে টোল প্লাজার কিছুটা দূরে। টোল প্লাজার কর্মীরাই প্রথম দুর্ঘটনার কথা টের পান। সঙ্গে সঙ্গে খবর যায় গাজোল থানায়। ঘটনাস্থলে পৌঁছন গাজোল থানার আইসি আশিষ কুন্ডু এবং ট্রাফিক ইনচার্জ হৃদয় ঘোষ। দুই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা জানান, ততক্ষণে সব শেষ।

টোল প্লাজা সূত্রে খবর, বাইকের গতি ছিল অত্যন্ত বেশি। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। কোনও গাড়ি ধাক্কা মেরেছিল কিনা, না কি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে, তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে ঘটনাস্থলের চিত্রই বলে দিচ্ছে, আঘাত ছিল ভয়ঙ্কর। বাইকটি পড়ে ছিল রাস্তার ডিভাইডারে। এক যুবকের মাথা চূর্ণবিচূর্ণ, অন্যজনের বুকের মাঝখানে বড় গর্ত।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম সঞ্জু মণ্ডল (২৬) এবং সুবীর নাথ (২৬)। সঞ্জুর বাড়ি উত্তর ২৪ পরগনার গোলাবাজার থানার এমডি কালাচাঁদ রোড এলাকায়। সুবীরের বাড়ি পানিহাটি থানার অমরাপুরী নতুনপাড়ায়। কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন দু’জনে। শিলিগুড়ি থেকে ফিরছিলেন বাড়ির পথে। গন্তব্য ছিল উত্তর ২৪ পরগনা। হয়তো আজ সকালেই বাড়ি পৌঁছে যেতেন। কিন্তু দিন ওঠার আগেই থেমে গেল সব রাস্তা।

 

Read more!
Advertisement
Advertisement