Advertisement

Elephant Fight Siliguri: শিলিগুড়ির জঙ্গলে দুটি হাতির তুমুল লড়াই, পরাস্ত হয়ে মৃত্যু মাকনার

Elephant Fight Siliguri: কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুটি হাতির মধ্যে জঙ্গলে লড়াই হয়েছে ৷ তাতে একটি পুরুষ দাঁতাল হাতির আক্রমণে ওই মাকনা হাতির মৃত্যু হয়েছে ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

গরমে নিন সহজলভ্য এই পাওয়ার ড্রিঙ্ক শরীর থাকবে 'ফিট অ্যান্ড কুল'গরমে নিন সহজলভ্য এই পাওয়ার ড্রিঙ্ক শরীর থাকবে 'ফিট অ্যান্ড কুল'
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 09 Mar 2025,
  • अपडेटेड 7:14 PM IST

Elephant Fight Siliguri: শিলিগুড়ির বাগডোগরায় গভীর জঙ্গলে দুই পূর্ণবয়স্ক হাতির মধ্যে তুমুল লড়াই বাধে। দীর্ঘক্ষণের লড়াই শেষ হয়, যখন একজনের মৃত্যু হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে মৃত হাতিটি একটি পূর্ণবয়স্ক মাকনা হাতি ৷ রবিবার দুপুরে কার্শিয়াং বনবিভাগের অধীন বাগডোগরার টিপুখোলার জঙ্গলে ওই হাতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷

কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুটি হাতির মধ্যে জঙ্গলে লড়াই হয়েছে ৷ তাতে একটি পুরুষ দাঁতাল হাতির আক্রমণে ওই মাকনা হাতির মৃত্যু হয়েছে ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি ওই দাঁতাল হাতিটির উপরেও নজর রাখা হচ্ছে ৷ আশেপাশের এলাকায় বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন ৷ তবে জঙ্গলে এই ধরনের ঘটনা ঘটে থাকে ৷ বুনোদের মধ্যে এই ধরনের লড়াই অনেক সময় এলাকা দখল অথবা সঙ্গীর জন্য হয়ে থাকে বলে জানিয়েছেন।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, টিপুখোলার জঙ্গলে উদ্ধার হয়েছে ৩০ বছরের ওই মাকনা হাতির দেহ ৷ এক দাঁতাল হাতির সঙ্গে লড়াইয়ে মাকনা হাতির মৃত্যু হয়েছে ৷ বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ওই দুই হাতির মধ্যে এলাকা দখল নিয়ে লড়াই হয়ে থাকতে পারে ৷ তবে দাঁতাল হাতিটির সঙ্গে কোনওভাবেই পেরে ওঠেনি ওই মাকনা হাতিটি ৷ দাঁতাল হাতির দাঁতের আঘাতেই মাকনা হাতিটি ক্ষতবিক্ষত হয়েছে ৷

আরও পড়ুন

এদিন সকালে ওই হাতিটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা ৷ এরপরই খবর দেওয়া হয় এলিফ্যান্ট স্কোয়াডকে ৷ ঘটনাস্থলে পৌঁছয় এলিফ্যান্ট স্কোয়াড-সহ পশু চিকিৎসকরা ৷ পশু চিকিৎসকরা পৌঁছে হাতিটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন ৷ এরপর হাতিটির দেহের শেষকৃত্যের প্রক্রিয়া শুরু করা হয় ৷ ইতিমধ্যে ওই বিষয়ে রাজ্য বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে ৷

 

Read more!
Advertisement
Advertisement