Advertisement

Jalpaiguri Mortar Shell Explodes: তিস্তায় ভেসে মর্টার শেল বিস্ফোরণ, জলপাইগুড়িতে মৃত ২

তিস্তার জলে ভেসে আসা মর্টার শেল বিস্ফোরণে মৃত্যু হল দুজনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির চাপাডাঙা পোস্ট অফিস এলাকায়।

তিস্তার জলে ভেসে আসা মর্টার শেল বিস্ফোরণ, জলপাইগুড়িতে মৃত্যু ২ জনেরতিস্তার জলে ভেসে আসা মর্টার শেল বিস্ফোরণ, জলপাইগুড়িতে মৃত্যু ২ জনের
Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 06 Oct 2023,
  • अपडेटेड 10:14 AM IST
  • তিস্তার জলে ভেসে আসা মর্টার শেল বিস্ফোরণে মৃত্যু হল দুজনের
  • মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির চাপাডাঙায়

তিস্তার জলে ভেসে আসা মর্টার শেল বিস্ফোরণে মৃত্যু হল দুজনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির চাপাডাঙা পোস্ট অফিস এলাকায়। জানা গিয়েছে, সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির কারণে তিস্তায় হড়পা বান আসে। বানের জলে অনেক অস্ত্র ও গোলাবারুদ ভেসে গেছে। সেইরকমই একটি মর্টার শেল ভেসে এসেছিল তিস্তার জলে। সেই মর্টার শেল দেখতে পেয়ে বাড়ি নিয়ে গিয়েছিলেন স্থানীয় এক ব্যক্তি। সেই মর্টারটিই আচমকা তীব্র শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হন একই পরিবারের আরও 5 জন। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আরও ১ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে নিহত দু'জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, 'আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।' আহত চারজনের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় তিস্তা নদীর জলে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক-সহ নানা সামরিক সরঞ্জাম ভেসে গেছে। বিস্ফোরণের সম্ভাব্য ঝুঁকির পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি পুলিশ জনসাধারণকে সতর্ক থাকার জন্য একটি নোটিশ জারি করেছে। ইতিমধ্যে, সিকিমে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১০০ জন।

Read more!
Advertisement
Advertisement