কোটি টাকার সোনা পাচারের পথে আটক শিলিগুড়িতে। এনজেপি স্টেশনে একটি ট্রেন থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। এই সোনা ত্রিপুরা হয়ে রাজস্থানে পাচার হচ্ছিল বলে জানা গিয়েছে। আগে বিপুল পরিমাণ সোনা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের শিলিগুড়ি শাখার আধিকারিকরা।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল রাজস্থানের অঙ্কিত তক ও কমলেশ ঘাঞ্চি। অভিযুক্তদের কাছ থেকে সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। যার মোট ওজন ১ কেজি ৭৬৮ গ্রাম বলে জানা গিয়েছে। বাজেয়াপ্ত সোনার বাজার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা।
অভিযোগ, ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামুড়া হয়ে ওই সোনা নিয়ে আসা হয়েছে। তা রাজস্থানে পাচারের ছক কষা হয়েছিল। এ বিষয়ে আগাম খবর পেয়ে গোয়েন্দাদের একটি দল এনজেপি স্টেশনে ফাঁদ পেতে ছিল। বুধবার রাতে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস এনজেপি স্টেশনে পৌঁছোতেই গোয়েন্দারা তাতে উঠে পড়েন। ট্রেন থেকে সন্দেহভাজন অঙ্কিত ও কমলেশকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা।
গোয়েন্দাদের দাবি, জেরায় অভিযুক্তরা সোনা পাচারের বিষয়টি স্বীকার করে নেয়। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সূত্রের খবর, বাজেয়াপ্ত করা সোনাগুলি বিদেশের। গোয়েন্দাদের সন্দেহ, সুইডেন থেকে চোরা পথে তা নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়। পাচারের পেছনে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে।