Mamata Banerjee Election Campaign: মাথায় চোট নিয়ে বিশ্রামে ছিলেন। সুস্থ হয়ে রবিবার থেকেই ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী (CM Mamata) তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকে তিনি প্রচার শুরু করবেন বলে দলের তরফে জানানো হয়েছে। কৃষ্ণনগেরর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর (Mahua Moitra) সমর্থনে নির্বাচনী জনসভা করার পর তিনি রওনা দেবেন উত্তরবঙ্গে (North Bengal)। দক্ষিণবঙ্গের চেয়ে বিজেপির (Bjp) সংগঠন ভাল উত্তরবঙ্গে। বিগত নির্বাচনগুলিতে তার প্রমাণ মিলেছে। ফলে উত্তরবঙ্গে প্রচারে (Mamata Banerjee North Bengal Campaign) বিশেষ জোর দেবে তৃণমূল। আর প্রচারের মুখ হচ্ছেন খোদ তৃণমূল সুপ্রিমো। একগুচ্ছ নির্বাচনী প্রচার কর্মসূচি নিয়ে তিনি ময়দানে নামতে চলেছেন।
শনিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল অফিসে সাংগঠনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কথা জানান তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। মহুয়ার সমর্থনে জনসভা করবেন কৃষ্ণনগরের ধুবুলিয়ায়। তারপর ১ এপ্রিল বহরমপুরে ইউসুফ পাঠানের সমর্থনে জনসভা করার কথা তাঁর। এরপরই উত্তরবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনী প্রচার সভায় নামবেন তৃণমূল সুপ্রিমো।
উত্তরবঙ্গ একসময় ছিল বাম দুর্গ। মালদা বাদ দিলে চারিদিকে ছিল লাল ঝাণ্ডার রাজত্ব। পরিবর্তিত পরিস্থিতিতে লাল ফিকে হয়ে গেরুয়া রং ধরেছে। এখন দার্জিলিং থেকে দিনাজপুর, আলিপুরদুয়ার থেকে কোচবিহার বিজেপির শক্ত ঘাঁটি। অন্তত লোকসভা, বিধানসভা নির্বাচনে বিজেপি দাপট ছিল। সংগঠনের অভাব থাকলেও প্রবল মোদী হাওয়া রয়েছে আনাচে-কানাচে।তাই উত্তরের জনসভাগুলি থেকে ঠিক কী বার্তা দেন মুখ্যমন্ত্রী আপাতত সেই দিকেই তাকিয়ে তৃণমূলের নেতা-নেত্রীরা।
মমতার উত্তরবঙ্গের সম্ভাব্য সূচি (Mamata Camapaign Schedule North Bengal)
৪ এপ্রিল মালবাজার থেকে উত্তরবঙ্গের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর ৫ এপ্রিল জলপাইগুড়ি টাউনে, ১৩ এপ্রিল ধূপগুড়ি ও ১৬ এপ্রিল ফুলবাড়িতে প্রচার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
উল্লেখ্য, সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষার পর বাড়ি ফিরেছিলেন তিনি। তারপর কিছুদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী কবে থেকে নামবেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। অবশেষে আগামিকাল, রবিবার থেকে নির্বাচনী প্রচার সভায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।