গত কয়েকদিনে তরতরকরে নামছে তাপমাত্রা। গোটা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গেও শীত পড়েছে জাঁকিয়ে। পাহাড় থেকে সমতল শেষ তিন দিনের পারদ পতনে জবুথবু। শীতের কামড় আরও তীব্র হতে চলেছে রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে রাজ্যে তাপমাত্রা আরও কমবে। আকাশ থাকবে পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। শীতল উত্তুরে হাওয়ার দাপটেই পারদ দ্রুত নেমে আসছে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশা, দক্ষিণবঙ্গেও সতর্কতা
উত্তরবঙ্গের পাঁচটি এবং দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে সকাল ও সন্ধ্য়া। আগামী কয়েকদিনে কুয়াশার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিংসহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে কুয়াশার দাপট বেশি হতে পারে। দৃশ্যমানতা কমে ৫০ মিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
শীতপ্রেমীদের জন্য এটি সুখবর হলেও যানবাহনে সতর্কতা অবলম্বন করতে বলছে আবহাওয়া দফতর। কুয়াশার কারণে ভোরবেলা ও রাত্রিকালীন যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে উত্তরবঙ্গে (North bengal weather) হু হু করে তাপমাত্রা কমার পাশাপাশি তুষারপাতের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। উঁচু এলাকাগুলিতে বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে
দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার ছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়িতে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি, কালিম্পংয়ে ১১ ডিগ্রি, জলপাইগুড়িতে ১২ ডিগ্রি। মিরিকে ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই তাপমাত্রা আরও নামবে আগামী কয়েকদিনে।
এদিকে শীতের আমেজ গায়ে মাখতে পাহাড়ে ছুটছেন পর্যটকরা। রীতিমতো ছুটির আমেজ পড়ে গিয়েছে। ২৫ ডিসেম্বর ছুটি পড়ে গেলে বছরের শেষ সপ্তাহে দারুণ সময় কাটাবে দার্জিলিং পাহাড় বলে আশাপাদী পর্যটন সার্কিট।