Yak Festival In Sandakphu Begins With Snowfall:বছরের দ্বিতীয় তুষারপাতের সাক্ষী থাকল সান্দাকফু। আর সেই রোমাঞ্চকর আবহেই শুরু হল বহু প্রতীক্ষিত ইয়াক উৎসব (Yak Festival 2025 in Sandakphu)। পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে সান্দাকফু ও আশপাশের এলাকা। শনিবার দার্জিলিং থেকে ঘুম হয়ে ব্যান্ড হোভার গাড়িতে ফালুট হয়ে বহু পর্যটক পৌঁছান উৎসবস্থলে। রবিবার তাঁরা অংশ নেন সান্দাকফুর এই বিশেষ পার্বণে।
উৎসবের মূল আকর্ষণ
এই উৎসবের মূল আকর্ষণ চমরিগাই (Yak)— পাহাড়ের ঐতিহ্যবাহী বাহন, যা এক সময় ট্রেকারদের ব্যাগ বয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। যদিও দার্জিলিং জেলা প্রশাসনের নির্দেশে চমরিগাইয়ের মাধ্যমে পরিবহন বর্তমানে বন্ধ, তবে তার কৌতূহল আজও অটুট।
সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর অনিল তামাং সংবাদমাধ্যমকে জানান, "চমরিগাইকে ঘিরেই এই অঞ্চলের ইতিহাস। আগে এই পশুর মাধ্যমেই খাদ্য ও পণ্য পরিবহন হত। উৎসবের মাধ্যমে তার ঐতিহ্য তুলে ধরা হচ্ছে নতুন প্রজন্মের কাছে।"
উৎসবে কী কী থাকছে?
সুরপি, নই-এর মতো স্থানীয় পানীয় ও খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা।
ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার রাইড, যা সান্দাকফুর আরেক বড়ো আকর্ষণ।
স্থানীয় লোকশিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই উৎসব অনেক পরিবারকে জীবিকা রোজগারের সুযোগ করে দেয়। কেউ গাইড, কেউ হোমস্টে চালিয়ে অর্থ উপার্জন করেন। তবে এবারের উৎসবে থাকার জায়গার তীব্র সংকট দেখা দিয়েছে। আয়োজকদের কথায়, "অনেক পর্যটক সকালে এসে বিকেলে ফিরে যেতে বাধ্য হচ্ছেন, কারণ লজগুলো আগে থেকেই বুকড।"
এই ধরনের উৎসব দার্জিলিং-সান্দাকফু অঞ্চলের ইকো-ট্যুরিজম ও স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলছে।