Advertisement

প্রেমের প্রস্তাবে ‘না’ করতেই পাথর দিয়ে আঘাত প্রেমিকের, গ্রেফতার মালদায়

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর বাজার এলাকার বাসিন্দা ২৯ বছর বয়সী আব্দুর রহমানের দীর্ঘদিন ধরেই বছর তেরোর ওই নাবালিকার উপর কুনজর ছিল। বুধবার সন্ধ্যায় দাদুর বাড়ি যাচ্ছিল কিশোরীটি। সেই সময় ঘটনাটি ঘটে।

প্রেমের প্রস্তাবে ‘না’ করতেই পাথর দিয়ে আঘাত প্রেমিকের, গ্রেফতার মালদায়প্রেমের প্রস্তাবে ‘না’ করতেই পাথর দিয়ে আঘাত প্রেমিকের, গ্রেফতার মালদায়
Aajtak Bangla
  • মালদা,
  • 16 Aug 2024,
  • अपडेटेड 10:50 AM IST

নাবালিকা কিশোরীকে প্রেম নিবেদন। কিন্তু ওপাশ থেকে কোনও সাড়া আসেনি। তাতেই অগ্নিশর্মা হয়ে উঠল যুবক। প্রেমে সাড়া না মেলায় কিশোরীকে পাল্টা শায়েস্তা করার পরিকল্পনা নেয় সে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার পরই নাবালিকাকে পাথর দিয়ে আঘাত করল এক যুবক। গুরুতর জখম মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ওই নাবালিকা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। পুলিশে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাড়ির লোকজন। ঘটনার ৬ ঘন্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর বাজার এলাকার বাসিন্দা ২৯ বছর বয়সী আব্দুর রহমানের দীর্ঘদিন ধরেই বছর তেরোর ওই নাবালিকার উপর কুনজর ছিল। বুধবার সন্ধ্যায় দাদুর বাড়ি যাচ্ছিল কিশোরীটি।যাওয়ার পথে ওই নাবালিকার পথ আটকে তাকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত। নাবালিকা সঙ্গে সঙ্গে তাতে আপত্তি জানায়।

প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় রাগে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে যুবক। হাতের কাছে ভারী পাথর পেয়ে সেটি তুলে নিয়ে তার মাথায় আঘাত করে অভিযুক্ত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই নাবালিকা। তাঁকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। ঘটনার খবর পেতেই পৌঁছয় ভালুকা ফাঁড়ি ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement