Advertisement

Malda Murder Case: মালদায় জমি বিবাদের জেরে খুন যুবক, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর বঙ্কুটোলায়। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তের নমুনা সংগ্রহ করে। তবে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ করা হয়নি পরিবারের তরফে। নিহতের নাম দেবনারায়ণ যাদব বলে জানা গিয়েছে।

মালদায় জমি বিবাদের জেরে খুন যুবক, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যমালদায় জমি বিবাদের জেরে খুন যুবক, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য
Aajtak Bangla
  • মালদা,
  • 02 Dec 2023,
  • अपडेटेड 12:48 PM IST
  • মালদায় জমি বিবাদের জেরে খুন যুবক
  • অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য
  • তদন্তে নেমেছে পুলিশ, অভিযুক্তরা পলাতক

দেড় বিঘা জমি। তার মালিকানা ও দখলে রাখা নিয়ে বিবাদ। তার জেরে খুন হলেন এক ব্য়ক্তি। মালদার রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার। তিনি আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি ও তাঁর সঙ্গীরা এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি আবার সম্পর্কে ওই নেতার কাকা বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর বঙ্কুটোলায়। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তের নমুনা সংগ্রহ করে। তবে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ করা হয়নি পরিবারের তরফে। নিহতের নাম দেবনারায়ণ যাদব বলে জানা গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনেকদিন ধরেই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। মাঝে মধ্যেই বচসা লেগে থাকতো। বৃহস্পতিবার রাতে নিজস্ব মোষ নিয়ে গোয়ালে যাচ্ছিলেন দেবনারায়ণবাবু। সেই সময় ভাইপো তথা মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্যামবিহারী অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, দেবনারায়ণকে ধারালো হাঁসুয়া দিয়ে কোপানো হয়। এরপর স্থানীয় এবং বাড়ির লোকজনেরা তড়িঘড়ি তাঁকে গুরুতর জখম অবস্থায় রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন

জমি বিবাদকে কেন্দ্র করে এই খুন নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। রতুয়া-১ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি অজয় সিনহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে আইন তা দেখবে। তবে এর পিছনে কোনও রাজনীতি নেই বলে তিনি দাবি করেন।

 

Read more!
Advertisement
Advertisement