জলদাপাড়ায় বাড়ল একশৃঙ্গ বিশিষ্ট গণ্ডারের সংখ্যা। ৩৯ থেকে বেড়ে হল ৩৩১। গণ্ডার-সুমারিতে এমনই চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে। জলদাপাড়ার ডিএফও পারভীন কাসওয়ান জানান, চোরাশিকার বন্ধ করায় এই সাফল্য।