দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) শিলিগুড়ি শাখার সন্ন্যাসীরা। তাদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, পাঁচজন সন্ন্যাসী এবং নিরাপত্তারক্ষীকে আশ্রম থেকে তুলে নিয়ে গিয়ে কয়েক কিলোমিটার দূরে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় শহরজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুলিশ কর্তা জানান, যে জমি নিয়ে এত বিতর্ক, যে জমি দখল করার অভিযোগ উঠছে মিশনের বিরুদ্ধে, যে জমির মালিক হিসাবে দাবি করছেন প্রদীপ রায়, তা সবই মিথ্যা। পুলিশ কর্তা স্পষ্ট জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী, জমির মালিকানা রামকৃষ্ণ মিশনেরই। এব্যাপারে বিজেপি নেতা শঙ্কর ঘোষ প্রতিবাদ জানান। তিনি কী বলেছেন শুনুন।