কার্শিয়াঙে ‘দুর্লভ মুহূর্ত।’ অতীতে মাঝমধ্যেই পাহাড়ের জঙ্গলে কালো চিতাবাঘের দেখা মিলত। তবে একটিই। এ বার একই সঙ্গে দু’টি কালো চিতাবাঘের দেখা মিলল। রবিবার সকালে জোড়া কালো চিতাবাঘের ছবি প্রকাশ করেছে কার্শিয়াং বনবিভাগ। সম্প্রতি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ওই দুটো কালো চিতাবাঘের ছবি। তারা দম্পতি না কি ভাইবোন, তা নিয়ে আলোচনায় বসেছেন বন দফতরের বিশেষজ্ঞেরা। দম্পতি হলে শাবকও থাকতে পারে। সে ক্ষেত্রে কার্শিয়াঙের জঙ্গলে আরও দুটো কালো চিতাবাঘ থাকবে। আবার ভাইবোন হলেও আরও কালো চিতাবাঘ থাকার সম্ভাবনা। কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, 'কার্শিয়াঙের ঘন পাহাড়ি জঙ্গলে দুটি কালো চিতাবাঘের দেখা মিলেছে। এর আগেও একাধিক বার কালো চিতাবাঘের দেখা মিলেছিল। নজরদারির জন্য ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিলাম আমরা। তাতে একই সঙ্গে দু’জনের ছবি ধরা পড়েছে। এতে কালো চিতাবাঘের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।'