ডুয়ার্সে রিসর্টের মধ্যে হামলা চালাল একটি হাতি। ডুয়ার্সে ঘুরতে গিয়েছিলেন মালদার একদল পর্যটক। সেই সময় রিসর্টের সামনে একটি হাতিকে দেখতে পায় পর্যটকরা। চোখের সামনে বন্য হাতি দেখতে পেয়ে ছবি তুলতে থাকে। সেই সময় হঠাৎ গজরাজ রেগে গিয়ে তেড়ে এল। রিসর্টের দরজা দিয়ে দিলেও তা ভেঙে ঢুকে পড়ে হাতিটি। সিসিটিভিতে এই ভিডিও দেখতে পাওয়া যায়। ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকায় মাঝেমধ্যেই ঢুকে পড়ে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী। এমনকি অনেক সময় হাতির সামনে পড়ে একাধিক ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটেছে। তবে এদিন লোকালয়ে হাতির তাণ্ডবে হলেও সেভাবে কোনোরকম ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।