মঙ্গলবার গাইসালে শিলিগুড়ি- মালদাগামী লোকাল ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আগুন লেগেছে টের পেয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে যান। কী ভাবে মালদহগামী ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।