প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের অনেক এলাকা। জলপাইগুড়ে বহু এলাকা জলের তলায়। রাস্তা দিয়ে বয়ে চলেছে জলের স্রোত। জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, মানুষকে সব রকম সাহায্য করা হচ্ছে। খাবারের ব্যবস্থা করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় বেশ কয়েকটি পরিবারকে বন্যার আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং ক্রান্তির মতো এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। করলা নদীর জল বৃদ্ধির ফলে জলপাইগুড়ি পৌরসভার ওয়ার্ডগুলিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ১২ জুলাই পর্যন্ত ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।