সবার আড়ালে চলছিল পোস্ত চাষ। শেষ রক্ষা হল না। খবর পেল পুলিশ। প্রশাসনের অলক্ষ্যে ময়নাগুড়ির জলঢাকা নদীর চরে অবৈধ ভাবে পোস্ত চাষ করা হয়েছিল। সেই খবর শোনা মাত্রই অভিযানে নামে পুলিশ। আইপিএস প্রবেশন সুভাঙ্গী কেকান, ডিএসপি (ক্রাইম) শান্তি নাথ পাঁজা, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ বিরাট পুলিশ বাহিনী জলঢাকা নদীর মাঝেরচরে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ দেখে বিঘার পর বিঘা অবৈধ পোস্ত চাষ করা হচ্ছে। সেই গাছ দেখা মাত্রই গাছ কেটে নষ্ট করে দেয় পুলিশ। এরপর সেগুলি পুড়িয়ে দেওয়া হয়। এমনকি পরবর্তীতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে দেওয়া হয়। যদিও এই চাষ কে বা কারা করেছে তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করছে ময়নাগুড়ি থানার পুলিশ।