এ যেন যাযাবর জীবন! তিস্তার তাণ্ডবে আশ্রয়হীন জলপাইগুড়ির মাল মহকুমার টোটগাঁওয়ের একাধিক পরিবার। গত বছর ৩ অক্টোবর মধ্যরাতে সিকিমে তিস্তা যে ভয়াবহ রূপ ধারণ করেছিল, তার প্রভাব পড়েছিল এই গ্রামেও। তারপর থেকেই লাগামহীনভাবে তিস্তার কবলে চলে গিয়েছে গোটা গ্রাম। তিস্তার তাণ্ডবে প্রায় ৭০ থেকে ৮০টি বাড়ি ভেসে গিয়েছে। তলিয়ে গিয়েছে কৃষি জমি-রাস্তাঘাট সবকিছু। এখনও চলছে সেই ধ্বংসলীলা। একটু একটু করে ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।