বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের বিজেপি নেতা জন বার্লা। তৃণমূলে সদ্য যোগদান করেই এবার নয়া জল্পনা উস্কে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বললেন, আরও এক বিধায়ক তৃণমূলে যোগ দেবেন উত্তরবঙ্গ থেকে। তবে কে তিনি, তাঁর নাম বলেননি জন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন বার্লা বলেন, 'দিদির হাতে উত্তরবঙ্গ তুলে দেব। কিছু দিন পর আরও একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। আমার সঙ্গে কথা হয়েছে। এ তো শুরু হয়েছে সবে, অনেক পঞ্চায়েত সদস্য আছে, মণ্ডল সভাপতি আছে, আজ না হলে কাল যাবে।'