গিদ্দা কথার অর্থ ইগল। গিদ্দাপাহাড় ভিউ পয়েন্টে আসলেই দেখতে পাবেন, ওয়াচটাওয়ারের মাথায় নামের প্রতীক হিসেবে ইগলের মূর্তি বানানো আছে। কোনও কোনও তথ্য থেকে জানা যায়, সামনে একটি পাহাড়, যেটিকেই মূলত গিদ্দা পাহাড় বলা হয়, সেটি কেটে টয়ট্রেনের রাস্তা তৈরি করিয়েছিলেন ব্রিটিশ শাসকরা। এখানকার ওয়াচটাওয়ার থেকে যে দৃশ্য দেখা যায়, যে কোনও প্রকৃতিপ্রেমীর কাছে তা স্বর্গ। পাশাপাশি গিদ্দাপাহাড়ের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। যাঁর নেপথ্যে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু।