'মালদায় সাম্প্রদায়িক হিংসা কেন হয়?' উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'কেউ করলেই আমাকে করতে হবে! কেউ তো করবেই, তার তো এটা কাজ। অপারেশন দাঙ্গা। আমরা কেন করব? ডিএম, এসপি-দের ভালো করে নজর রাখতে হবে'।