'শিলিগুড়িতে বিশ্বের বৃহত্তম শিবমন্দির হতে চলেছে মহাকাল মহাতীর্থ। ১৭.৪১ একর জমিতে তৈরি করছি। এই মহাতীর্থে দিনে এক লক্ষ লোক আসতে পারবেন'। মহাকাল মন্দিরের শিলান্যাস করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।