শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত গাটপাড়া এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত আরও দুই যুবক। ঘটনার পরেই ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ বাধা দেবার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। ঢিলের আঘাতে ২ পুলিশ কর্মীও অল্পবিস্তর আহত হয়েছে বলে জানা গিয়েছে।