তিস্তার জলস্ফীতি, যে কারণে জলের তলায় ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ। যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম ও শিলিগুড়ির মধ্যে। উত্তরবঙ্গ ও সিকিমে টানা বৃষ্টির জেরে ভয়াবহ জলস্ফীতি ঘটেছে তিস্তা নদীতে। আর তার জেরেই গতকাল রাত থেকে শিলিগুড়ি ও সিকিমের সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ তিস্তার জলের তলিয়ে গেছে। যার ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং এবং কালিম্পং-সিকিম থেকে শিলিগুড়ির সড়কপথে সরাসরি যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন। পাশাপাশি এই মুহূর্তে দশ নম্বর জাতীয় সড়কের উপর বহু ছোট ও বড় গাড়ি আটকে পড়েছে।