টানা বৃষ্টিতে দার্জিলিং ও সিকিমমুখী রাস্তায় যেন দুঃস্বপ্নের ছবি! মঙ্গলবার সকাল থেকে তিস্তা নদীর জল ভয়াবহ ভাবে উপচে পড়ে শিলিগুড়ি–দার্জিলিং রাজ্য সড়ক (SH12) গ্রাস করেছে। রাস্তার উপর দিয়ে তিস্তার জলের ধারা বইছে। ফলে দার্জিলিংমুখী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ। যেকোনও মুহূর্তে আরও ভাঙন বা ধস নামতে পারে, তাই পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে সিকিমের একাধিক রাস্তায় ধস নেমে যাতায়াত বিপর্যস্ত। বারডাঙায় NH10 বন্ধ, নগধরায় সিঙতাম–রাভাংলা সড়ক অচল, খামডং রোডও বন্ধ হয়ে গিয়েছে। পর্যটকদের সতর্কবার্তা—এই মুহূর্তে দার্জিলিং বা সিকিম সফরে বেরোলে আপনি মাঝপথে আটকে পড়তে পারেন। রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে আটকে পড়া গাড়ি। যাত্রীরা চরম দুর্ভোগে। আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যটন মৌসুমে এই অচলাবস্থা দারুণ বিপদের সংকেত। ভ্রমণ পরিকল্পনা করার আগে অবশ্যই পরিস্থিতি যাচাই না করলে বড় সমস্যায় পড়তে পারেন।